ভিডিও

এক নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

:-

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি আসানসোল:-

মাত্র মাস দেড়েকের মধ্যেই সালানপুর ব্লকে একটি বালিকা বিদ্যালয়ে পরপর দুই মাধ্যমিক পরীক্ষার্থী বিয়ে আটকালো আসানসোলের অতিরিক্ত জেলাশাসক থেকে শুরু করে ব্লক প্রশাসন। আশ্চর্যের বিষয় দুটি ক্ষেত্রেই এরা কন্যাশ্রী সুবিধে পাওয়া সত্ত্বেও সেই স্কুলের শিক্ষিকারা জানতেন না এমন ঘটনা ঘটছে।
মঙ্গলবার রূপনারায়নপুরে এবারের এক মাধ্যমিক পরীক্ষার্থী তথা নাবালিকার পরিবার তার বিয়ের ব্যবস্থা করেছিল।এদিন বিয়ের আগেই দুপুরবেলা জেলার শিক্ষা দপ্তরের অতিরিক্ত জেলাশাসক এই খবর পেয়েই সালানপুরের বিডিওকে নির্দেশ দেন অবিলম্বে ব্যবস্থা নিতে।তিনি চাইল্ড ওয়েলফেয়ার দপ্তরেও খবর দেন।বিডিও দেবাঞ্জন বিশ্বাস স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় ব্লকের এক্সটেনশন অফিসারদের সেখানে পাঠান।চাইল্ড ওয়েলফেয়ার কমিটির প্রতিনিধিদেরও ডাকা হয়। শেষ পর্যন্ত বাড়ির লোকদের বুঝিয়ে তারা বিয়েটা বন্ধ করেন।শিক্ষা দপ্তরের অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল জানান এই একই বিদ্যালয়ে কিছুদিন আগেই আরো এক নাবালিকার বিয়ে ঠিক হয়েছে খবর পেয়ে সবাই মিলে রোধ করেছিলেন। তিনি বলেন কন্যাশ্রী প্রকল্পের স্কুলপিছু একজন করে শিক্ষিকা নোডাল অফিসার হিসেবে কাজ করেন। এটা তাদেরও ভাবা উচিত।
জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান পরমেশ্বর খান বলেন আমরা পুরো বিষয়টি জেনে ওই পরিবারের মা-বাবার কাছ থেকে লিখিত ভাবেই এখন বিয়ে না দেওয়ার জন্য বন্ড সই করিয়ে নিয়েছি।এছাড়াও মেয়েটিকে তাদের কাছে দিয়ে আমরা তাকে জেলা দপ্তরে এক সপ্তাহের মধ্যে আনার জন্য বলেছি।তার জন্য লিখিত নির্দেশ আমরা পাঠাচ্ছি। ওই বিয়ে বন্ধের ক্ষেত্রে বিডিও দপ্তরের আধিকারিক ,পুলিশ প্রশাসনের আধিকারিকরাও ছিলেন।

TAGS

সম্পর্কিত খবর