ভিডিও

ট্রেলারের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়লো চারচাকা গাড়ির উপর

:-

নির্ভীক বাংলা কৌশিক সালানপুর:-

ট্রেলারের ধাক্কায় রূপনারায়ণপুর বাউরি পাড়ার সামনে রাস্তার উপর ইলেকট্রিক পোল ভেঙে পড়লো চলন্ত চারচাকা গাড়ির উপরে। চারচাকা গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও আরোহীরা সুস্থ আছেন বলে খবর। এদিন দুর্ঘটনা ঘটে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ইঞ্জিন বগি বহন কারী ট্রেলারটি বাউরি পাড়ার সামনে রাস্তার উপর দিয়ে যাওয়া ইলেকট্রিক তারে ট্রেলারের উপরে থাকা ইঞ্জিনের আটকে যায়। তারে জোরালো টান পড়ায় ইলেকট্রিক খুঁটি পোল ভেঙে পড়ে।সেই সময় ট্রেলারের পেছনে নিজেদের গাড়ি নিয়ে সুনীল দত্ত ও তার ছেলে সৈকত দত্ত আসছিলেন। ইলেকট্রিক পোলটির মাথার দিক সরাসরি এসে পড়ে গাড়ির সামনে। গাড়িটির সামনের কাঁচ ভেঙে যায়। মূল রাস্তায় এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ জ্যাম হয়।দুই দিকের চলাচল থেমে যায়।ঘটনাস্থলে রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

TAGS

সম্পর্কিত খবর