ভিডিও

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আসানসোলে বিজেপির বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি*

আজ বিশ্ব পরিবেশ দিবসের উপলক্ষে ভারতীয় জনতা পার্টি আসানসোল উত্তরের পক্ষ থেকে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আসানসোল পলিটেকনিক কলেজ ময়দানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বিজেপি নেতা ও আসানসোল উত্তর অনুষ্ঠান সমন্বয়কারী অভিরাজ শর্মার নেতৃত্বে।

এই উপলক্ষে কয়েকটি গাছের চারা রোপণ করা হয় এবং শতাধিক গাছের চারা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি দেবতানু ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য যতীন্দ্র তিওয়ারি এবং কৃষ্ণেন্দু মুখার্জি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরব গুপ্তা, জেলার অন্যান্য সদস্যবৃন্দ, আসানসোল উত্তরের সমস্ত মণ্ডল সভাপতি ও বহু সংখ্যক বিজেপি কর্মী।

বক্তারা পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। কর্মসূচিটি পরিবেশ সচেতনতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে বলে উপস্থিত সকলেই মত প্রকাশ করেন।

TAGS

সম্পর্কিত খবর