ভিডিও

সালানপুর ডালমিয়া এলাকার ঘটনাস্থলে আসেন বাম নেতৃত্ব ও কর্মী সমর্থকরা

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-

মঙ্গলবার আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া এলাকায় পিএইচ ই জলের পাইপ লাইনের আন্ডার গ্রাউন্ডে কাজ করার সময় উপরে মাটি ধসে চাপা পড়ে ঘটনায় গুরুত্বর আহত ৪জন শ্রমিক।তবে তিনজন শ্রমিকের মৃত্যু হয়।এবং একজন আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ।গতকালই ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এসডিএম,বিডিও,পিএইচই দপ্তরের আধিকারিকেরা।যদিও ঘটনাস্থলটি বাসের ব্যারিক্যাড করে রাখা হয়েছে।বুধবার সকালে পূনরায় ঘটনাস্থলে পরিদর্শনে আসেন পি এইচ ই দপ্তরের চিপ ইঞ্জিনিয়ারদের দুই প্রতিনিধি দল। ঘটনাস্থল পুরো খতিয়ে দেখলেন পরিদর্শনে আসা আধিকারিকরা।এরপর ঘটনাস্থলে আসেন বাম নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।ঘটনায় মৃত কুলটির চিনাকুড়ির যে শ্রমিক মারা গেছে তার বাবাকে সঙ্গে নিয়ে। ক্ষতিপূরণের দাবি ও ঘটনার তদন্তের দাবি জানান।মৃতদের পরিবারদের ২০লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের দাবি করেন বামনেতা বংশ গোপাল চৌধুরী।

বাইট :অনিমেষ ভট্টাচার্য( পি এইচ ই দপ্তরের ইঞ্জিনিয়ারিং চিপ )

বাইট :বংশ গোপাল চৌধুরী (প্রাক্তন সাংসদ )

বাইট :রাম চন্দ্র পাসোয়ান (মৃত চীনাকুড়ি এলাকার শ্রমিকের বাবা )

TAGS

সম্পর্কিত খবর