নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি আসানসোল:-
সাসপেন্ড করা হল আসানসোলের বারাবনি থানার প্রাক্তন ও.সি এস আই মনোরঞ্জন মন্ডলকে। মাত্র কয়েকদিন আগেই বারাবনি থানা থেকে ট্রান্সফার করে অন্ডাল থানাতে পোস্টিং দেওয়া হয়েছিল।কিন্তু অন্ডাল থানায় পৌঁছাতে না পৌঁছাতেই সাসপেন্ড এর অর্ডার বের হয়ে যায়। সরকারি এক নির্দেশিকায় তার সাসপেন্ড এর তারিখ দেওয়া হয়েছে 21.11.24 । এবং তাকে পুলিশ কীট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।তাছাড়া তার বেতন তিনি অর্ধেক পাবেন বলে জানা যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ডিজি রাজীব কুমারের বৈঠক করেন।আর তার পরেই ভার্চুয়াল বৈঠক ডেকে ছিলেন ডিজি রাজীব কুমার।সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করেন।এইদিনের বৈঠকে বেআইনি কার্যকলাপে পুলিশ কর্মী যুক্ত থাকা নিয়ে সরব হন তিনি।পুলিশ সূত্রে খবর তিনি কড়া ভাষায় জানান বেআইনি কার্যকলাপ বন্ধ করতে হবে।তার জন্য প্রয়োজনে করা পদক্ষেপ নেবারও নির্দেশ দিয়েছেন তিনি আর তার পরেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফে এস.আই মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয় বলে জানা যায়।