:-
নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো সোমবার বিকেলে সালানপুর ব্লকে সংহতি মিছিল করা হল।এদিন রূপনারায়ানপুর দলীয় কার্যালয়ে থেকে ডাবরমোড় বাউরি পাড়া পর্যন্ত পথযাত্রার করে সংহতি মিছিলটি করা হয়।যেখানে মিছিলের প্রথম সারিতে দেখা যায় সব ধর্মের মানুষদের একে অপরের হাত ধরে হাঁটতে।এবং মহিলা থেকে পুরুষ,যুবক যুবতীদের মিছিলে পা মেলান।তাছাড়া এদিন সংহতি মিছিলের নেতৃত্বেদেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান,সহ সভাপতি ভোলা সিং।এবং মিছিলের শেষে ডাবরমোড় বাসস্ট্যান্ডে একটি পথসভা অনুষ্ঠিত হয়।এদিন মহম্মদ আরমান বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সাথে ব্লকেও সংহতি মিছিল করা হল।এদিন সালানপুর ব্লকের সমস্ত নেতৃত্ব ও কর্মীদের পাশাপাশি মিছিলে সব ধর্মের গুরুরা পা মেলান।