:-
নির্ভীক বাংলা:-
আবারো সালানপুর ব্লকে লোকসভা নির্বাচনের আগেই একগুচ্ছ নতুন কাজের শিল্যানাস করলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।এদিন প্রায় ১৮টি কাজের ফিতে কেটে,নারকেল ফাটিয়ে শিল্যানাস করেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান এবং সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,জেলা পরিষদ সদস্যা বেবি মণ্ডল,তৃণমূল নেতা ভোলা সিং সহ আরো অনেকে।এদিন ব্লকে নতুন ৪টি রাস্তা,৮টি সাব মার্শাল পাম্প,১টি কমিউনিটি হল, ৪টি হাইমার্স লাইট সহ বোলকুন্ডায় একটি পার্কের শিল্যানাস করা হয়।এদিন বিধায়ক বিধান উপাধ্যায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় ও নির্দেশমত রাজ্য জুড়ে উন্নয়ন চলছে।