ভিডিও

সালানপুর ব্লকে পূনরায় শুরু দুয়ারে সরকার শিবির

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-

সালানপুর ব্লকের এথোড়া গ্রাম পঞ্চায়েত ও সালানপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত করা হয় দুয়ারে সরকার শিবিরের। যেখানে সাধারণ মানুষের ভিড় দেখার মত ছিলো।রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের একটি করে টেবিল দেখা যায় শিবিরে।এলাকার সাধারণ মানুষ জন জানান রাজ্য সরকার রাজ্যের মানুষের কথা ভেবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প তৈরি করেছে।তারপর বারবার যে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হচ্ছে তাতে প্রচুর মানুষ উপকৃত হচ্ছে।এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধানরা জানান মানুষের সুবিধার্থে বারবার সরকারের তরফে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হচ্ছে।যাতে সাধারণ মানুষ প্রতিটি প্রকল্পের সুবিধা নিতে পারছে।

TAGS

সম্পর্কিত খবর