ভিডিও

আরজিকরের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে ধর্ণা সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-

আরজিকরের ঘটনায় দ্রুত বিচার সহ দোষীদের ফাঁসির দাবি জানিয়ে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার রূপনারায়পুরের বাসস্ট্যান্ডে ধর্ণা অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়।যেখানে সালানপুর ব্লকের নেতৃত্বরা সহ এলাকার মহিলারা উপস্থিত হয়।এদিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান জানান মা বোনেদের সন্মান সকলের সন্মান।তাই আরজিকরের ঘটনার দ্রুত বিচার চাই,এবং দোষীদের ফাঁসির দাবি জানিয়ে আজকের এই ধর্ণা অবস্থান।তাছাড়া ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবি জানাই আমরা।

TAGS

সম্পর্কিত খবর