নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি,সালানপুর:-
আসানসোলের কুলটি থানার অন্তর্গত আসানসোল চিত্তরঞ্জন রোডের নিমতলা মোড় সংলগ্ন রাস্তায় গতকাল রাত্রে একটি ট্রাক ও হাইওয়া ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনার জেরে হাইওয়া ডাম্পার টি নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলাশয়ে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় ডাম্পারের চালককে উদ্ধার করে পুলিশ আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাম্পারের চালককে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এরপর পরিবারের লোক ও স্থানীয়রা ডাম্পার চালকের দেহ ময়নাতদন্তের পর নিমতলা মোড় সংলগ্ন রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় ক্ষতিপূরণের দাবিতে। মৃত চালকের নাম গৌতম বাউরি (৩০)সালানপুর থানার খুদিকার বাসিন্দা বলে জানা গিয়েছে।ঘটনাস্থলে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ।