পশ্চিম বর্ধমান আসানসোল কৌশিক মুখার্জি
পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস ছিল। সেই উপলক্ষে সপ্তাহব্যাপী নানান অনুষ্ঠান ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার আসানসোল পুলিশ লাইনের কাছে ভগত সিং মোড়ে পুলিশ পোষ্টে সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হল। পথচারীদের হেলমেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ট্রাফিক পিভিজি সতীশ। তিনি জানান, দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলতে মানুষজনকে সচেতন করা হয়েছে বিভিন্ন ভাবে।