–
নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-
বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ সালানপুর ইসিএল এরিয়ার মোহনপুর কয়লা খাদানে খনন ও উৎপাদনের কাজ করার সময় বেসরকারি (এআইএইপিএল)নামক এক ঠিকাদার প্রতিষ্ঠানের একটি মাইনিং মেশিন পপ্লেনে হঠাৎ করে আগুন লাগে যায়।এই ঘটনায় কয়লা খাদান জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।তবে কিছুক্ষনের মধ্যেই আগুন পুরো মেশিনে ছড়িয়ে পড়ে। তবে অনেক চেষ্টার পর ইসিএল ও আউটসোর্সিং কোম্পানির জলের ট্যাঙ্কারে করে জল দিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।এই ঘটনা প্রসঙ্গে মোহনপুরের এজেন্ট শুভাশীষ মণ্ডল জানান,রক্ষণাবেক্ষণের কাজের সময় কোলিয়ারিতে কর্মরত বেসরকারি এক কোম্পানির পপ্লেন মেশিনে হঠাৎ আগুন লাগে,প্রায় ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।