।
লিলটু বাউরি, আসানসোল
তৃণমূল ও বিজেপি দুই প্রার্থীর রোড শো এ হেলমেট বিহীন মোটরবাইক মিছিল। সোমবার বিকেলে
আসানসোলে তৃণমূল ও বিজেপি দুই প্রার্থীর রোড শো এ মোটরবাইক মিছিল ছিল। অভিযোগ এই মোটরবাইক মিছিলে তৃণমূল ও বিজেপি কর্মী ও সমর্থকদের মাথায় হেলমেট ছিল না।
প্রসঙ্গত কুলটির নিয়ামতপুর সহ বিভিন্ন এলাকায় হুড খোলা গাড়িতে চড়ে রোড শো করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তবে এই রোড শো এ তৃণমূলের কর্মী ও সমর্থকদের মাথায় হেলমেট ছিল না।
অন্যদিকে উষাগ্রাম সহ বিভিন্ন এলাকায় হুড খোলা গাড়িতে চড়ে রোড শো করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এই রোড শো এ বিজেপি কর্মী ও সমর্থকদেরও মাথায় হেলমেট ছিল না। এই দুই দলের মোটরবাইক মিছিলে দলীয় কর্মী ও সমর্থকদের মাথায় হেলমেট না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।