– নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-
অবশেষে বৈঠকের মধ্য দিয়ে মিটলো নৌকা চালকদের সমস্যা।পিকনিক পর্যটনের মরশুমে বাংলা ঝাড়খন্ডের অন্যতম আকর্ষণের কেন্দ্র মাইথনের নৌকা চালকদের এলাকা নির্দিষ্ট তথা নৌকা ঘাট নিয়ে একটা সমস্যা বহু দিন ধরেই চলে আসছিলো।তবে আজ এই সমস্যার সমাধান মিটলো বৈঠকের মধ্য দিয়ে।সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস ও সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডলের তত্বাবধানে অনুষ্ঠিত এই বৈঠকে স্থির হয় মাইথন জলাধারের মধ্যে কাশিডাঙ্গা ঘাট আদিবাসী নৌকা চালকদের জন্য নির্দিষ্ট থাকবে।সেখান থেকে অন্য কোন নৌকা চালক ভ্রমণার্থী দের নৌকা বিহার করাতে পারবেন না।অন্যদিকে মাইথন জলাধারের আরও তিনটি ঘাট – থার্ড ডাইক, সুলেমান পার্ক এবং ফায়ারিং রেঞ্জ আগের মতই অন্যান্য নৌকা চালকদের জন্য নির্দিষ্ট থাকবে।এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মণ্ডল জানান আদিবাসী নৌকা চালকদের কাশিডাঙ্গা ঘাট নিয়ে বিশেষ আবেগ আছে, তারা সেজন্য এই ঘাট তাদের জন্য নির্দিষ্ট করার আবেদন জানিয়েছিলেন।তা আজকের বৈঠকে তাদেরই দেওয়া হয়েছে।এবং বাকি ঘাট গুলিতে বাকি দুটি ঘাটে বাকি নৌকা চালকরা নৌকা চালাবেন।তাছাড়া আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন
পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, রূপনারায়নপুর ওসি মইনুল হক, কল্যানেশ্বরী ওসি উজ্জ্বল সাহা সহ আরো অনেকে।