নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি :শনিবার আসানসোলের ইসিএলের সাঁকতোড়িয়া অঞ্চলের সদর দফতরের মূল গেট বন্ধ করে আইএনটিটিইউসির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করে ইসিএলের অস্থায়ী ঠিকা শ্রমিক তথা সিকিউরিটি গার্ডের সদস্যরা।উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী। এদিন তারা ইসিএল কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন বিগত তিন মাস ধরে ইসিএলের অস্থায়ী শ্রমিকেরা বেতন পাচ্ছেন না । যদিও তারা খুব সীমিত বেতনে কাজ করেন। তার পরেও বিগত তিনমাস ধরে বেতন না পেয়ে তারা একপ্রকার বাধ্য হয়ে এদিন ইসিএলের সদর দফতরে বিক্ষোভে সামিল হয়। তবে শেষ পর্যন্ত ইসিএল আধিকারিকেরা এদিনের বৈঠকে শ্রমিকদের পক্ষে সদর্থক ভূমিকা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তারা জানিয়েছেন আগামী চারদিনের মধ্যে সমস্যার সমাধান হবে। পাশাপাশি অস্থায়ী শ্রমিকদের বোনাস নিয়েও আলোচনা হয়েছে বলে যানান।
বাইট ::নরেন্দ্র নাথ চক্রবর্তী (তৃর্ণমুল কংগ্রেস জেলা সভাপতি )
বাইট ::অভিজিৎ ঘটক (INTTUC, জেলা সভাপতি )