ভিডিও

অবৈধ লটারী কারবারির বাড়িতে, গ্রেফতার দুই

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি কুলটি:-

বরাকরের মনবেড়িয়াতে পুলিশের হানা,অবৈধ লটারী কারবারির বাড়িতে, গ্রেফতার দুজন।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার বরাকর ফাঁড়ি অন্তর্গত ৬৮নং ওয়ার্ডের বরাকরের মনবেড়িয়ার সুকান্ত পল্লীতে কুলটি থানা ও বরাকর ফাঁড়ি পুলিশের হানা।পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে এই অভিযান চালায় বলে সূত্রের খবর।বরাকরের মনবেড়িয়ার সুকান্ত পল্লীতে আজ বিকালে অবৈধ লটারী কারবারির বাড়িতে অভিযান চালিয়ে প্রিয়দর্শন মিশ্রা এবং ঝন্টু সাউ নামক ২জনকে গ্রেফতার করে পুলিশ। তাছাড়া তাদের বাড়ি থেকে লটারির প্রিন্টিং মেশিন বাজেয়াপ্ত করেছে পুলিশ বলে জানা যায়।

TAGS

সম্পর্কিত খবর