ভিডিও

প্রায় এক ভোরি সোনার চেন নিয়ে চম্পট দিলো দুই প্রতারক

:-

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-

বৃদ্ধার গলায় থাকা প্রায় এক ভরি সোনার চেন হাতিয়ে চম্পট দিলো দুই দুষ্কৃতী।ঘটনাটি সালনপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত কল্যানগ্রাম-৫ দুর্গমন্দির অঞ্চলে।জানা যায় “রেবা দে” নামক এক বৃদ্ধার বাড়িতে চেন পালিশের নাম করে করে দুই ব্যক্তি তার বাড়িতে যান।তাকে বলেন সোনা,রূপা,স্টিল যেকোনো জিনিসপত্র পাউডার দিয়ে ঝা চকচকে করে নতুন বানিয়ে দেবে।তার সামনেই গ্লাস নিয়ে পাউডার দিয়ে তারা চকচকে করে দেন।তারপরেই বৃদ্ধা “রেবা দে” এর গলার চেন পরিষ্কার করে দেওয়ার জন্য চেনটি নেন।তারপরেই একটি কাগজে মুড়ে তার হাতে ধরিয়ে দেন।বলেন ২০মিনিট পর তা খুলে দেখতে।তারপর তারা “রেবা দে” এর বাড়ি থেকে চলে যায়। ওরা যাবার পরেই কাগজের মুড়ে খুলে দেখেন সোনার চেন তাতে আর নেই।তিনি সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে তাদের আর দেখতে পাননি।তিনি বুঝতে পারেন তার সাথে প্রতারণা হয়েছে। তবে তিনি কোনো লিখিত অভিযোগ পুলিশের কাছে জানানি বলে জানান।

TAGS

সম্পর্কিত খবর