:-
নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি চিত্তরঞ্জন:-
রেল শহর চিত্তরঞ্জনে চলছে স্টিট মেম্বার ও ভাইস ওয়ার্ডেন নির্বাচন।এর আগে চিত্তরঞ্জন এলাকায় ২০০৭ সালে ভাইস ওয়ার্ডেন নির্বাচন হয়েছিল।রেল ইঞ্জিন কারখানাকে ঘিরে গড়ে উঠেছে চিত্তরঞ্জন শহর। আর সেই শহরকেই আটটি এরিয়ায় ভাগ করা হয়েছে। এই আটটি এরিয়া থেকে আটজন ভাইস ওয়াডেনকে নির্বাচনের মাধ্যমে মনোনীত করা হয়।এই ভাইস ওয়াডেনেরা নিজেদের এরিয়ার বিভিন্ন সুযোগ-সুবিধা ও উন্নয়নের কাজের জন্য এলাকার জন প্রতিনিধি হিসেবে কাজ করেন। ভাইস ওয়াডেনদের মনোনীত করেন নির্বাচনে জিতে আসা স্ট্রিট মেম্বাররা।আর সেই স্টিট মেম্বার ও ভাইস ওয়াডেনের
নির্বাচন চলছে এদিন। রেল পুলিশের ঘেরাটোপে এই নির্বাচন চলছে।