ভিডিও

সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন:

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-

কথায় আছে রক্তদান মহান দান , তাই সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শচীন নাগের উদ্যোগে এবং আসানসোল ব্লাড ব্যাংকের সহযোগিতায় বৃহস্পতিবার জেমারি দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের।যেই শিবিরের উদ্বোধন করেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াসী সহ আরো বিশিষ্টজনেরা।এদিন সমস্ত রক্তদাতাদের হাতে গোলাপ ফুল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
এদিন বিধায়ক বিধান উপাধ্যায় বলেন রক্তদান মহান দান তাই যারাই এই দান করে থাকে তারা মানুষের জীবন দান করে থাকে।তাই আমার অনুরোধ এই শিবিরে সবাই এগিয়ে এসে রক্তদান করুন।যাতে রক্তের সংকট দূর হয়।এদিন ব্লকের যুব সভাপতি শচীন নাগ বলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজ জেমারী দূর্গা মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।আমাদের উচিত রক্ত সংকট দূর করতে সবাই মিলে রক্তদান করা।তাছাড়াও এদিন শিবিরে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ আরমান,সহ সভাপতি ভোলা সিং সহ আরো অনেকে।

TAGS

সম্পর্কিত খবর