ভিডিও

প্রখ্যাত আলোক শিল্পী বাবলু ভট্টাচার্যের স্মরন সভা

নিজস্ব সংবাদদাতা, নির্ভীক বাংলা আসানসোল: প্রখ্যাত আলোক শিল্পী বাবলু ভট্টাচার্যের স্মরন সভা অনুষ্ঠিত হল আসানসোল জেলা গ্রন্থাগারে। উপস্থিত ছিলেন আসানসোলের সমস্ত বিদ্বজন, বিশিষ্টজন ও থিয়েটারকর্মীরা।এদিন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তারক চট্টোপাধ্যায়, তাঁর সম্পর্কে স্মৃতিচারণ করেন প্রবীন নাট্যশিল্পী রমেন ঘটক, স্বপন বিশ্বাস, সুমিত বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ মিত্র সহ অনান্য শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়দীপ মিত্র। আলোক শিল্পী বাবলু ভট্টাচার্যের সন্তান সন্তু ভট্টাচার্য বাবাকে নিয়ে শ্রদ্ধা জানান। থিয়েটার, আলো শিল্প, গননাট্য নিয়ে নানান কথা উঠে আসে

TAGS

সম্পর্কিত খবর