ভিডিও

দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন করলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা

:-

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি চিত্তরঞ্জন:-

চিত্তরঞ্জন রেল শহরের দেশবন্ধু উচ্চ বিদ্যালয় সাংসদ ফান্ডের কোটার টাকায় নতুন ভবনের নির্মাণ হল। সেই ভবন উদ্বোধন করলেন আসানসোলের সাংসদ তথা চিত্রতারকা শত্রুঘ্ন সিনহা।শনিবার সেই নতুন ভবনের উদ্বোধন করতে তিনি চিত্তরঞ্জনের দেশবন্ধু বিদ্যালয় গিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্র সরকারের ব্যাপক সমালোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ ভ্রমন নিয়ে কটাক্ষ করেন শত্রুঘ্ন সিনহা। তার সরাসরি দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড সহ বিদেশের বিভিন্ন সম্মানজনক জায়গা থেকে ডাক পেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোথাও ডাক পান না। তিনি নিজেই ছুটে যান বিভিন্ন জায়গায়। সম্প্রতি আমেরিকা এবং তার মরিশাস সফর নিয়েও কটাক্ষ করেছেন শত্রুঘ্ন সিনহা। পাশাপাশি কেন্দ্রের ব্যাপক অংকের টাকা বাকি পড়ে আছে যা দেওয়া হচ্ছে না তা নিয়েও কেন্দ্রের সমালোচনা করেন বিহারী বাবু।অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করতে এসে ইউজিসি ফান্ডের টাকা কেন বাকি সে নিয়ে প্রশ্ন তোলেন শত্রুঘ্ন সিনহা। আগামী দিনে জিরো আওয়ারে তিনি চিত্তরঞ্জন রেল কারখানা সহ আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন দাবি নিয়ে সংসদে আওয়াজ তুলবেন বলে জানিয়েছেন।তাছাড়াও এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবনেতা মুকুল উপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল সহসভাপতি বিদ্যুৎ মিশ্র সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।

TAGS

সম্পর্কিত খবর