kaushik mukherjee,nirbhik bangla,salanpur:
বারাবনি ব্লকের পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসকিয়ারি গ্রামে প্রায় তিন বছরের শিশুর মুখ দিয়ে শোনা গেল গীতার স্লোক।শিশুটির নাম অনুরাগ মণ্ডল।
এই নয় তার সঙ্গে গায়ত্রী মন্ত্র পাঠ ও ওয়ার্ল্ডে যতগুলো দেশ আছে সেগুলো মুখস্ত।প্রশ্ন করলেই অনায়াসে তার উত্তর দিচ্ছে শিশুটি।ইন্ডিয়া বুক অফ রেকর্ডে শিশুর নাম আসায় খুশি পরিবারের সদস্যরা।কিছুদিন আগেই শিশুটিকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে ডাকের মধ্যামে মানপত্র পাঠানো হয়।আর এর পরেই গ্রাম জুড়ে হইচই ছুটে যায়।জানা যায় মা রিতা মণ্ডল গ্রাম পঞ্চায়েতের সাধারণ কর্মী ও বাবা কাঞ্চন মণ্ডল সিভিক ভলেন্টিয়ারে কর্মরত।ছেলের প্রতিভায় খুশি ও গর্বিত সমস্ত মণ্ডল পরিবার।