নিজস্ব সংবাদদাতা, নির্ভীক বাংলা আসানসোল।
মঙ্গলবার পাণ্ডবেশ্বর বিধায়ক তথা প্রাক্তন মেয়র ও জাতীয় মুখপাত্র জিতেন্দ্র তিওয়ারি। গত মঙ্গলবার বিকেলে বিজেপিতে যোগ দেওয়ার পর বুধবার বিকেলে আসানসোল পৌরনিগম কে শুদ্ধিকরণ করলেন আসানসোল নাগরিক বৃন্দ। প্রথমে গোবর জল গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করেন পৌরনিগম কে । শুদ্ধিকরণ করার পরে একটি মিছিল করে আসানসোল নাগরিকবৃন্দ।
এই বিষয়ে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলের গুরুদাস চ্যাটার্জী বলেন,কাল যেহেতু জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলের খেয়ে তৃণমেল পোরে, লালিত পালিত হয়ে যে ভাবে বিজেপিতে যোগ দিয়েছেন।তারই প্রতিবাদে আসানসোল নাগরিকবৃন্দ আসানসোল পৌরনিগম কে গোবর জল ও গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করলেন । আগামীদিনে আসানসোলে তৃণমূল শক্তিশালী হলো। আগামীদিনে আমরা এই আন্দোলন আরো ঝাঁঝালো করবো বলে আশাবাদী।