–
নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-
রূপনারায়ণপুর অঞ্চলের আমডাঙ্গায় পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় নাম,মহাবীর কলোনির এক ব্যক্তির পাকা বাড়ি ও নিজস্ব জমি থাকা সত্ত্বেও তারও নাম আবাস যোজনার তালিকায়।এমনই অভিযোগ নিয়ে সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাসের হাতে স্বারকলিপি তুলেডিলেন সারা ভারত কৃষক সভা সালানপুর ব্লক কমিটির নেতা কর্মীরা।প্রথমে ব্লক প্রশাসনিক ভবনের বাইরে বিক্ষোভসভা করে কৃষক সভা।সেখানে গণেশ পন্ডিত,সুনীল মণ্ডল,মেঘনাথ ব্যানার্জি,প্রিয়ব্রত সরকার প্রমুখ বক্তব্য রাখেন। তারা আবাস যোজনায় দুর্নীতির প্রসঙ্গ তোলার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার টাকা বেহাত হওয়া সহ নানান বিষয় তুলে ধরেন। এরপর বিডিও’র কাছে স্মারকলিপি দেওয়া হয়।এই প্রসঙ্গে বিডিও দেবাঞ্জন বিশ্বাস বলেন কৃষক সভার পক্ষ থেকে আবাস যোজনা, ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছানো, পাট্টা বিলি, আল্লাডি অঞ্চলের রাস্তা তৈরীর বিষয় নিয়ে স্মারক লিপি দেওয়া হয়েছে।তিনি বলেন আবাস যোজনার তালিকা যথা সম্ভব সঠিক করার জন্য তারা সমস্ত উদ্যোগ নিয়েছেন, এর পরেও কোন নির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।