নির্ভীক বাংলা আসানসোল:আসানসোল মণ্ডল রেলের ডিআরএম দফতরে এআইডিওয়াইও এর পক্ষ থেকে বৃহস্পতিবার নানা দফা দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়। যেখানে বিক্ষোভ রত মূল দাবি ছিল, রেলের একধিক বিভাগে দীর্ঘদিন ধরে বহু শূন্যপদ রয়েছে। অথচ রেল কর্তৃপক্ষ সেই শূন্যপদ পূরণের কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এ ছাড়া রেল দূর্ঘটনা যেমন বেড়ে চলেছে, তেমনই যাত্রী স্বাচ্ছন্দ ব্যাহত হচ্ছে। দেশের বিভিন্ন রুটে বন্দে – ভারত নামক ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হলেও সমাজের উচ্চবিত্ত শ্রেণি ছাড়া কারো কথা ভাবা হচ্ছে না। সাধারণ ও নিম্নবিত্ত মানুষের ওই ট্রেনে যাতায়াতের বিশেষ জায়গা নেই। তাছাড়া বন্দে ভারতের ভাড়া সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই ওই ধরনের ট্রেনগুলিতে সাধারণ মানুষের কথা ভেবে সেকেন্ড ক্লাস স্লিপার ও অসংরক্ষিত কামরার বৃদ্ধি ঘটাতে হবে। এদিন বিক্ষোভ সমাবেশ শেষে ডিআরএম দফতরে এক স্মারকলিপি প্রদান কর্মসূচি।
বাইট ::স্বপন মুন্সী (পশ্চিমবর্ধমান জেলার সদস্য )