:-
নির্ভীক বাংলা কুলটি:-
আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত BCCL এর দামাগড়িয়া খোলামুখ কয়লা ক্ষনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।স্থানীয়দের দাবি এই কয়লা ক্ষনির কয়লা উত্তোলন করার বরাত পেয়েছে একটি ঠিকা সংস্থা কিন্তু সেই সংস্থা স্থানীয় লোকদের নিয়োগ না করে বহিরাগত শ্রমিক এনে কাজ করাচ্ছে তাই আজ কয়লা ক্ষনির কাজ বন্ধ করে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখায়।এদিন বিক্ষোভ কারীরা দাবি করেন যে তারা এর আগে যে কয়লা উত্তোলন ঠিকা সংস্থা ছিলো সেখানে কাজ করেছেন।তাই বর্তমানে যে সংস্থা বরাত পেয়েছে তাঁদের স্থানীয় নিয়োগ করতে হবে।এই বিষয়ে দামাগড়িয়া কয়লা ক্ষনির প্রজেক্ট অফিসার দেবাশীষ চক্রবর্তী বলেন দামাগড়িয়া খোলামুখ ক্ষনিটা দীর্ঘদীন ধরে বন্ধ ছিলো সেই ক্ষনি চালু হয়েছে RA মাইনিং বরাত পায় কয়লা উত্তলেনের।যারা বিক্ষোভ করেছে তারা লোকাল হিসাবে ডিমান্ড করেছে তাঁদের সাতজনকে কাজে নেওয়া হয়েছে এবং পুরোপুরি কাজ শুরু হলে আরো কিছু লোক নেওয়া হবে।কিন্তু তারা মাঝে মধ্যে ক্ষনির কাজ বন্ধ করে দেওয়া তে ক্ষতি হচ্ছে BCCL ও কয়লা উত্তোলন সংস্থার।
বাইট ::সিঞ্চন ঘোষ (বিক্ষোভকারী )
বাইট :গোদাধর বীজ (বিক্ষোভ কারী)
বাইট ::দেবাশীষ চক্রবর্তী (প্রজেক্ট অফিসার দামাগড়িয়া )