নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি দমহানি ,:দোমহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইসিএলের চরনপুর খোলা মুখ খনিতে তৃণমূলের পতাকা হাতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্থানীয় গ্রামের মানুষেরা খনির কাজ বন্ধ করে ঠিকা সংস্থার অফিসের সামনে বিক্ষোভ দেখায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাবনি থানার পুলিশ।
স্থানীয় কাজল সিনহা বলেন যে সংস্থা এখানে কাজ করছে তারা লোকজনদের নিয়োগ না করে বাইরের থেকে লোক নিয়ে কাজ করাছে।তিনি আরো বলেন ইসিএলের পক্ষ থেকে গ্রামের উন্নয়নের জন্য বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল,কিন্তু সেই সকল প্রতিশ্রুতি এখনো পর্যন্ত বাস্তবে রূপান্তরিত হয়নি। স্থানীয় লোকজনদের নিয়োগ না করা হলে এই আন্দোলন চালিয়ে যাবার হুশিয়ারি দিয়েছেন তিনি।ঠিকা সংস্থার প্রজেক্ট ম্যানেজার জয়ন্ত ব্যানার্জি বলেন আমরা স্থানীয় লোকজনদেরকে নিয়ে কাজ করছি ইসিএল সমস্ত এলাকা না দিলে,যে অল্প জায়গা সেই মত আমরা কাজ করছি। ব্লাস্টিং এর অনুমতি দেওয়া হয়নি ইসিএলের পক্ষ থেকে। আমরা ফুল ফেজে কাজ চালু করতে পারলে আমরা স্থানীয় লোকজন নিয়োগ করেই কাজ করব।