ভিডিও

আশা মনি চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে বাসুলডাঙ্গা বাজার এলাকায় ৫তম বার্ষিক অনুষ্ঠান

বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মসূচির মধ্যে দিয়ে আশা মনি চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে বাসুলডাঙ্গা বাজার এলাকায় ৫তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়*

*

*বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:* বিগত কয়েক বছরের মত এবছরও জাতি ধর্ম নির্বিশেষে সকল গরীব জনসাধারণের সুবিধার্তে ও এলাকার মেধা দুঃস্থ ছাত্র ছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হয়।আশা মনি চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে বাসুলডাঙ্গা বাজার এলাকায় ৫তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা যায় প্রতি বছরের ন্যায় এবারও আশামনি চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার দুঃস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও স্বল্প ব্যয়ে লনের ব্যবস্থা,গরীব শিশুদের দুধ বিতরণ, এলাকার দুঃস্থ মেধা ছাত্র ছাত্রীদের স্কলারশিপ প্রদান,বই ,ব্যাগ বিতরণ সহ আরো অন্যান্য বিভিন্ন জিনিস বিতরণ করা হয়। এখানে উপস্তিত ছিলেন আশামনি চ্যারীটেবল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা: আবুল খালেদ মোল্লা, ম্যানেজার মুর্শিদ মোল্লা,আলতাফ হোসেন মোল্লা,এনায়েত হোসেন মোল্লা সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রা।

TAGS

সম্পর্কিত খবর