ভিডিও

কল্যানেশ্বরী ফাঁড়ির তরফে গরীব দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ

:-

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-

সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির উদ্যোগে শুক্রবার দিন কল্যানেশ্বরী ফাঁড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কম্বল বিতরণ অনুষ্ঠানের।যেখানে লেফ্ট ব্যাংক,নতুনপাড়া, জামিরকুড়ি,হদলা গ্রামের প্রায় ১০০জন গরীব দুঃস্থ মানুষের হাতে শীত থেকে রক্ষা পেতে কম্বল তুলে দিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ লাল্টু পাখিরা,রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য সহ সমাজসেবী মনোজ তেওয়ারী, মবিন খান ও কল্যানেশ্বরী ফাঁড়ির অন্যান্য আধিকারিকেরা।এদিন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি জানান এলাকার মানুষের সাথে সুসম্পর্ক রাখতে এবং তাদের সামনে যেতে পুলিশের তরফে প্রতিনিয়ত সামাজিক কার্যকলাপ করা হয়ে থাকে।তারই অঙ্গ স্বরূপ এদিন কল্যানেশ্বরী ফাঁড়ির উদ্যোগে এলাকায় গরীব দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হলো।আগামী দিনে আরো এমন সামাজিক মূলক অনুষ্ঠান পুলিশের তরফে করা হবে।

TAGS

সম্পর্কিত খবর