ভিডিও

সালানপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন

সালানপুর:-

সালানপুর ব্লকের বিভিন্ন আঞ্চলিক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পালিত হলো তৃণমূল কংগ্রেসের ২৮তম প্রতিষ্ঠা দিবস।এদিন সালানপুর ব্লকের রূপনারায়ানপুর তৃণমূল কার্যালয়ে ব্লক সভাপতি মহম্মদ আরমান দলীয় পতাকা উত্তোলন করে কেক কেটে দিনটি পালন করেন।পাশাপাশি এদিন কম্বল বিতরণও করা হয়।তাছাড়া দেন্দুয়া পঞ্চায়েতের লেফ্ট ব্যাংক কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন শ্রমিক নেতা মনোজ তেওয়ারী।তাছাড়া তিনি কেক কাটেন।এবং বাসুদেবপুর জেমারী সহ বিভিন্ন অফিসেও দলীয় পতাকা উত্তোলন ও কেক কেটে প্রতিষ্ঠা দিবস পালন করেন।

TAGS

সম্পর্কিত খবর