নির্ভীক বাংলা, কৌশিক মুখার্জি কুলটি:আসানসোল পৌরনিগমের ৬৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সেলিম আক্তার আনসারীরর কুলটি পাতিয়ানা মহল্লা এলাকায় বসত বাড়িটি শুক্রবার দিন সিল করলো বেসরকারি গৃহঋণ প্রদানকারী সংস্থার আধিকারিকরা। উপস্থিত ছিলেন কুলটি থানার পুলিশ সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা।এই বিষয়ে সংস্থার আধিকারিক বলেন সেলিম আক্তার আনসারী ও শামীম আক্তার আনসারী ২০১৮সালে ১৯লক্ষ টাকা ঋণ নিয়ে দুবছর হয়ে গেলো ঋণ পরিশোধ শোধ করতে না পারায় আদালতের নির্দেশে বাড়িটি সিল করে সংস্থা নিজের দখলে নিলো।এখন বর্তমানে ঋনের অর্থ ৩২লক্ষ টাকা বাকি রয়েছে বলে জানান অধিকারীকেরা।যদিও এই বিষয়ে সেলিম আক্তার আনসারী ভাই শামীম আক্তার আনসারী বলেন দাদা ঋণ নিয়েছে আমি কিছুই জানি না বাড়িটি ছেড়ে দিচ্ছি সিল করে দিচ্ছে আমরা ঋণ প্রদানকারী সংস্থার অফিসে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলবো।যদি তিনি জানান যে তার দাদা এলাকার কাউন্সিলার সেলিম আক্তার আনসারী প্রায় দেড় মাস থেকে পালিয়ে গেছে কোথায় গেছে আমি জানিও না আমার সাথে কথা হয় না।ওর বিষয় নিয়ে আমি কিছু জানি না।
বাইট ::তারক সামন্ত(গৃহ ঋণ প্রদান কারী সংস্থার আধিকারিক )
বাইট :শামীম আক্তার আনসারী (কাউন্সিলারের ভাই )
বাইট :MD আসলাম (টিঙ্কু )স্থানীয়