নিজস্ব সংবাদদাতা, নির্ভীক বাংলা: কয়লা পাচার মামলায় অনুপ মাজি ওরফে লালাকে ‘রক্ষাকবচ ‘ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল, সিবিআই তাকে গ্রেপ্তার করতে পারবে না। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন। তাই আজ ১৪মে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তিনি আত্মসমর্পণ করেন, বিচারক তাকে ১০লক্ষ টাকার ব্যাক্তিগত বন্ডে ,ও কিছু শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন এবং তার নিজস্ব ভিটা থেকে বাইরে বের না হতে নির্দেশ দেন, আগামী ২১শে মে এই মামলার চার্জশীট গঠন করার নির্দেশ দিয়েছেন সিবিআইয়ের বিচারক রাজেশ চক্রবর্তী