ভিডিও

কৌতলা আনন্দধারা বিদ্দ্যামন্দিরের বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়*

*

*বাইজিদ মণ্ডল মথুরাপুর:-* প্রতি বছরের মতো এবারও রায়দিঘী থানার অন্তরগত মথুরাপুর ২নং ব্লকে কৌতলা আদক পাড়ায় আনন্দধারা বিদ্যামন্দিরে শুরু হলো বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহন করেন প্রায় দুইশত ছাত্র ছাত্রী।বিভিন্ন ধরনের নুতন নুতন আঙ্গীকে খেলা হয়।আনন্দধারা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা মনীষা মন্ডল যানান এই বিদ্যামন্দির হলো আমার প্রান।আমার ধ্যান ,ঞ্জান সমস্তটাই এই স্কুলের উপর পড়ে থাকে।তাই আমার মনে হয় শিক্ষার যেমন প্রয়োজন আছে তেমন শরীর চর্চার ও দরকার আছে। তাই আজ আমার স্কুলের সমস্ত ছাএ ছাএীদের নিয়ে প্রতি বৎসরের মত এবার ও বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন সুরঞ্জন চক্রবত্তী (সভাপতি সিংহের চক পল্লী উন্নয়ন সমিতি), হিল্লোল মন্ডল (নাট্টকার),বিধুভুষন ঘোষ (শিক্ষক), ক্যারাটেম্যান থেকে শুরু করে অন্যান্য অতিথিবৃন্দ। খেলা দেখার জন্য অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠান শুরুতে অতিথি বৃন্দের বরন করে নেওয়া হয়। এর পর সমস্ত প্রতিযোগী ও প্রতিযোগিনীগন এক সাথে মাঠ প্রদক্ষিন করা হয়।এরপর একটি শিশু ইংরাজীতে শপথ বাক্য পাঠ করান।খেলার শেষে প্রথম দ্বীতিয় তৃতিয় জনের হাতে পুরষ্কার ও প্রশংশাপত্র তুলে দেওয়া হয়।

TAGS

সম্পর্কিত খবর