ভিডিও

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লেফ্ট ব্যাংক থেকে দেন্দুয়া পর্যন্ত তৃণমূলের ধিক্কার মিছিল

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-

১০০ দিনের কাজের বকেয়া ও ১০০দিনের কাজ চালু করা সহ আবাস যোজনা প্রকল্পের সুবিধা প্রদানের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূলের জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির দ্বিতীয় দিন রবিবার বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের কল‍্যাণেশ্বরী লেফট ব‍্যাঙ্ক থেকে দেন্দুয়া পর্যন্ত তৃণমূল কর্মী সমর্থকেরা ধিক্কার মিছিল করেন।রবিবার সেই মিছিলের নেতৃত্ব দেন মনোজ তিওয়ারি সহ অন‍্যান‍্য নেতৃবর্গ।এদিন তৃণমূলের শ্রমিক নেতা মনোজ তিওয়ারি বলেন মুখ‍্যমন্ত্রীর ঘোষণা অনুসারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক ধিক্কার মিছিলের আয়োজন করেছেন তারা । তাদের মূলত তিনটি দাবি,১০০ দিনের কাজের প্রকল্প, আবাস যোজনা ও শৌচালয় তৈরীর ক্ষেত্রে রাজ‍্যের কেন্দ্রের কাছে ১লাখ ২০ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। যা অবিলম্বে প্রদান করতে হবে। কেন্দ্রের সরকার রাজনৈতিক বিদ্বেষের কারণেই বাংলাকে তার প্রাপ‍্য থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছে। দেশের সব রাজ‍্যকে ১০০ দিনের কাজের তহবিল প্রদান করা হলেও বাংলাকে দিচ্ছেনা। তাই বাংলায় ১০০ দিনের কাজ বন্ধ হয়ে আছে। কাজ করিয়েও কেন্দ্রের সরকার অর্থ প্রদান না করায় গরীব মানুষেরা বঞ্চিত হয়ে আছে। পুজোর আগে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও ডিসেম্বর পর্যন্ত সেই টাকা তাদের হাতে এসে পৌঁছায়নি। পাশাপাশি আবাস যোজনা প্রকল্পও বন্ধ হয়ে পড়েছে।তাছাড়া এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাঝি,তৃণমূল নেতা মবিন খান,রামচন্দ্র সাউ সহ আরো অনেকে।

TAGS

সম্পর্কিত খবর