শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট বেজে গেছে। কিন্ত এখন শুধু প্রার্থী ঘোষনার অপেখ্যায় রয়েছে শাসক কিংবা বিরোধী দুই দল।
প্রার্থী ঘোষনার আগেই দলীয় প্রচারে খামতি না রেখে দেওয়াল লিখনের কাজ শুরু করলো বিজেপি। বৃহস্পতিবার কেশিয়াড়ীর বিভিন্ন জায়গায় দেখা গেলা বিজেপির দেওয়াল লিখনের কাজ।
প্রার্থীর নামের জায়গাটা ফাঁকা রেখে চললো দেওয়াল লিখন। কেশিয়াড়ীতে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বিজেপি অনেকটাই শক্তি বৃদ্ধি করেছে।
তৃনমূলকে অনেকটাই পেছনে ফেলেছে।তাই এই বিধানসভা থেকে বিজেপি জয়ের ব্যাপারে অনেকটাই অশাবাদী।
উপস্থিত ছিলেন কেশিয়াড়ীর দুই মন্ডল সভাপতি সনাতন দোলাই ও যুবজিত পালোই, বিজেপির জেলা সম্পাদক বিনোদ বিহারী মুর্ম্মূ সহ অনেকেই।