ভিডিও

সালানপুর ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীসভা,যুবর দায়িত্ব দেওয়া হলো শচীন নাগের হাতে

:-

kaushik mukherjee,nirbhik bangla,সালানপুর:-

আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে রূপনারায়ানপুর শ্রমিক মঞ্চে রবিবার দিন অনুষ্ঠিত হয় কর্মীসভার।যেখানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এবং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াসী ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান,সহ সভাপতি ভোলা সিং,ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী, ব্লকের মহিলা সভানেত্রী অপর্ণা রায় সহ আরো অনেকে।এদিন বিধায়ক বিধান উপাধ্যায় যুব কর্মীদের বার্তাদেন ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমে লোকসভা নির্বাচনে যুব সমাজকে লড়াই করতে হবে।তিনি জানান রাজনীতিকে পেশা নয় নেশা করতে হবে।তবে মনে কোনো চাহিদা ছাড়াই রাজনীতি করা যায়।কলেজ পাশ করে যেসব যুব রয়েছে তাদের সংগঠনে নিয়ে এসে সংগঠন মুজবুত করার নির্দেশদেন তিনি।তাছাড়া এদিন জেলা যুব সভাপতি পার্থ দেওয়াসী জানান এই বারের নির্বাচন ভারতবর্ষ বনাম বিজেপির।কারণ এই বিজেপি সরকার সাধারণ মানুষের শোষণ করে চলেছে। ধীরে ধীরে সমস্ত কিছু বিক্রি করছে বড় বড় শিল্পপতিদের হাতে।আর যদি এইবার দেশ থেকে বিজেপি সরকারকে হটানো না যায় তবে আগামী দিনে সমস্ত ভারতবর্ষকে বিক্রি করে দেবে তাঁরা।তাছাড়া এদিন কর্মীসভার পাশাপাশি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াসী সালানপুর ব্লকের যুব সংগঠনের দায়িত্ব তুলেদেন শচীন নাগের হাতে।শচীন নাগ জানান যুব সংগঠনকে আরো বেশি শক্তিশালী করে তোলা তার প্রথম কাজ।

TAGS

সম্পর্কিত খবর