নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি আসানসোল:আসানসোল লোকসভা নির্বাচন ১৩ই মে।নির্বাচনকে সুষ্ঠ শান্তিতে সম্পন্ন করার লক্ষে প্রশাসন। কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত চলবলপুর, লছমনপুর, সবনপুর সহ চৌরাঙ্গি ফাঁড়ির বিভিন্ন এলাকায় রুটমার্চ করেন।সাথে মানুষের সাথে কথা বলেন।