ভিডিও

আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার নির্বাচনী প্রচার

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি:আসানসোল শিল্পাঞ্চলে প্রখর রোদ ও তীব্র দাবদাহ উপেক্ষা কইরেই রাজনৈতিক দলগুলি তাদের নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে। সোমবারেও দেখাগেল সেই একই ছবি। এদিন আসানসোলের জুবিলি মোড় থেকে বারাবনি বিধানসভার অন্তর্গত পাঁচগাছিয়া নুনি এথোড়া লালগঞ্জ আমডিহা পানুড়িয়া বাজার অঞ্চল সহ বিস্তীর্ণ অঞ্চলে হুড খোলা গাড়িতে চেপে প্রচার চালান আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। তিনি বলেন এটি মূলত তার জন সংযোগ যাত্রা। মানুষের মধ‍্যেই থাকার লোক তিনি। মানুষের সাথে যোগাযোগ করতে হলে প্রখর রৌদ্র তাপকে উপেক্ষা করতে হবেই। তার নীতি মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর।এদিন প্রচারের সময় বারাবোনির পাঁচগেছিয়া তৃর্ণমুল কার্যালয়ে ঢুকেন বিজেপি প্রাথী এস এস আলুওয়ালিয়া এবং তৃর্ণমুল কার্যালয়ে থাকা স্বর্গীয় মানিক উপাধ্যায়ের মূর্তিত্বে মাল্য দান করেন মাল্যদানের পর এস এস আলুওয়ালিয়া বলেন আমার বন্ধুর গ্রামে এসেছি তার মূর্তিতে মাল্যদান করলাম তিনি বলেন ১৯৯৮এর আগে তিনি ও মানিক উপাধ্যায় দুজনেই বাম সন্ত্রাসের বিরুদ্ধে কংগ্রেস করতেন তখন তারা কয়েকজনা হাতে গোনা ছিলো জারা বাম সন্ত্রাসের রক্ত চক্ষু কে উপেক্ষা করে লড়াই চালিয়ে গিয়েছেন।মানিক উপাধ্যায়ের সাথে তার সেই সময়ের বন্ধুত্ব।ও পারিবারিক সম্পর্ক।আজ যদি মানিক উপাধ্যায় বেঁচে থাকতেন তাহলে তিনি হাত ধরে দুপুরের আহার গ্রহণের জন্য বাড়িতে নিয়ে যেতেন।অপর দিকে স্বর্গীয় মানিক উপাধ্যায়ের পুত্র তথা তৃর্ণমুলের যুব নেতা বলেন বাবার বন্ধু ছিলো বাবার মূর্তিতে মাল্য দান করতে এসেছিলো মানা করার তো কিছু নেই কিন্তু উনি জে দল টা করছেন সাম্প্রদায়িক দল সেই দল টা কে আমরা পরাজিত করবোই উনি আসুক বা যেই আসুক যেটা সম্পর্ক আছে সেটা সেটা বাড়িতে আছে।তবে মুকুল উপাধ্যায় বিজেপি প্রাথী এস এস আলুওয়ালিয়া কে পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং বলেন বাবার বন্ধু কাকু কে প্রণাম করলাম।রাজনৈতিক সৌজন্যতা দেখা গেলো বারাবোনি পাঁচগেছিয়া তৃর্ণমূল কার্যালয়ে।

TAGS

সম্পর্কিত খবর