নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-
বুধবার বারাবনি বিধানসভা তৃণমূল কংগ্রেসের তরফে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হয় রূপনারায়ানপুর শ্রমিকমঞ্চে।যেখানে কর্মীসভায় মুখ্যরূপে উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা।তাছাড়া উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ও যুব নেতা মুকুল উপাধ্যায়,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান, সহ সভাপতি ভোলা সিং, বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ,চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ব্যানার্জী ও বারাবনি বিধানসভার সমস্ত নেতৃত্বরা।এবং প্রচুর পরিমাণে কর্মী সমর্থকরা উপস্থিত হন।এদিন কর্মীসভায় তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেন কেন্দ্রীয় সংস্থা দুর্ব্যবহার করে বিরোধী দলকে কমজোর করার চেষ্টা করছে বিজেপি।দেশে ইলেকট্রল বন্ড এক্সট্রাসেন হয়েছে ওটা দেশের না বিশ্বের সব থেকে বড় দুর্নীতি।তাছাড়া বিজেপি ও নরেন্দ্র মোদি যে সন্দেহখালি নিয়ে মন্তব্য করছে তবে মনিপুর নিয়ে চুপ কেনো রয়েছে তারা।দেশের মানুষ বুঝে গিয়েছে তাদের মিথ্যা প্রতিশ্রুতি।যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে তার জবাব মানুষ এবার নির্বাচনে দেবে।এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য করেছে। সেই গুলো মানুষের কাছে প্রচার করা হচ্ছে মূল্য লক্ষ।তিনি আরো বলেন উন্নয়ন হয়েছে আরো হবে।তবে এবার বারাবনি বিধানসভা থেকে সব থেকে বেশি ভোটে নির্বাচিত করতে হবে শত্রুঘ্ন সিনহাকে এটা আমার মনের ইচ্ছা, আর আমি জানি বারাবনি বিধানসভার মানুষ তা পূরণ করবে।