ভিডিও

গণধর্ষণের ঘটনায় উত্তেজনা,পরিস্থিতি নিয়ন্ত্রণে নাকানিচোবানি পুলিশের

:-

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি বারাবনি:-

বৃহস্পতিবার মধ্য রাত্রে আসানসোলের বারাবনি থানার চিনচুরিয়া গ্রামে এক নাবালিকার ওপর গণ ধর্ষনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
উক্ত এলাকায় বেশ কিছুদিন ধরে মেলা চলছিল। মেলায় এসেছিল বহু দোকানি ও ব্যবসায়ীরা।সেই মেলা প্রাঙ্গনের গা ঘেষে ছিল নির্যাতিতার বাড়ি।অভিযোগ বৃহস্পতিবার মধ্য রাতে নাবালিকা যখন বাড়ির ক্যাম্পাসের মধ্যে বাথরুমে যায় তখনই মেলাতে আসা ব্যবসায়ীরা দেওয়াল টপকে বাড়িতে ঢোকে এবং মেয়েটিকে তুলে নিয়ে যায়। এরপর অদূরে মেয়েটিকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় বলে সূত্রের খবর। ঘটনার খবর চাউর হতেই এলাকাবাসী বেশ কয়েক জনকে হাতে নাতে ধরে ফেলে।এবং ধৃত দুজনকে উত্তেজিত জনতা মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।দু জন পালিয়ে গেলেও 5 জনকে পুলিশের হাতে তুলে দেয় বলে জানায় তারা।অভিযুক্তরা বীরভূমের বাসিন্দা বলে জানা গেছে।মেলাতে ব্যবসা করতে এসেছিল বলে খবর।
উক্ত মর্মে বারাবনি থানায় গণ ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে।যদিও পুলিশ আধিকারিক ঈপ্সিতা দত্ত জানান এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে।ঘটনার তদন্ত চলছে।তদন্তের পর আরো বিস্তারিত বলা যাবে।
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও উক্ত ঘটনায় বাউড়ি সমাজের নেতা সুমন্ত বাউড়ি ধর্ষণের ঘটনা বলে জানান।তবে গ্রেফতার 5জনকে আজকেই আসানসোল আদালতে পাঠানো হয়।তবে ধৃতদের ছবি তুলতে গেলে বারাবনি থানার আধিকারিক মনোরঞ্জন মণ্ডল বাঁধা দেন।তিনি সাংবাদিকদের আইনের ফিরিস্তি শোনান।

TAGS

সম্পর্কিত খবর