ভিডিও

তৃণমুল কংগ্রেসের ব্যানার ছেড়া কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা

তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার নির্বাচনী প্রচারের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ,অভিযোগ অস্বীকার বিরোধীদের

লিলটু বাউরি, আসানসোল

নির্বাচনী প্রচারের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ,
অভিযোগ অস্বীকার বিরোধীদের।

রাজ্যে যতো গরমের পারদ চড়ছে ততই আসানসোল লোকসভা নির্বাচনে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
রবিবার এই ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার নির্বাচনী প্রচারের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। আসানসোলের কুলটির চিনাকুড়ি ডিপিএস মোড়ের ঘটনা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

তৃণমূলের শ্রমিক সংগঠনের স্থানীয় নেতা রতন মসি জানান লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে দুটি ব্যানার লাগানো হয়েছিল। কে বা কারা এই ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে।

বিরোধীরা এই কাজ করেছেন। যদিও অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্বরা। বিজেপি নেতা অমিত গড়াই বলেন এই ঘটনার সঙ্গে বিজেপি কোনো ভাবেই যুক্ত নয়। এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনা।

TAGS

সম্পর্কিত খবর