ভিডিও

ঘাস ফুলের জিতেন্দ্র পদ্ম ফুলে চলে যাওয়াই কোনো প্রভাব পড়বে কি? তৃণমূলের

ঘাস ফুলের জিতেন্দ্র পদ্ম ফুলে চলে যাওয়াই কোনো প্রভাব পড়বে কি? তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা, নির্ভীক বাংলা আসানসোল।

সব জল্পনার অবসান মঙ্গলবার সন্ধ্যায় হুগলির বৈদ্যবাটি তে বিজেপির এক সভায় যোগ দিলেন আসানসোল পৌরনিগমের প্রাক্তন পৌর প্রশাসক তথা পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। বিজেপি সূত্রে খবর । শুধু তাই নয় আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতি মন্ত্রী বাবুল সুপ্রিয় জিতেন্দ্র তেওয়ারিকে দলে স্বাগত জানিয়েছেন। বিজেপিতে আসার জন্যে খুব আগ্রহী ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। আমরা এবার থেকে আসানসোলে একসঙ্গে কাজ করবো। মঙ্গলবার সন্ধ্যায় হুগলির বৈদ্যবাটির বিজেপির এক সভায় দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি। তবে প্রশ্ন একটাই তাহলে কি? তৃণমূলের কোনো ক্ষতি হবে, জিতেন্দ্র চলে যাওয়াতে। প্রথমে তৃণমূলের দুই গোষ্ঠী ছিলো,মলয় এবং জিতেন্দ্র। আসানসোল বিধসভার তৃণমূলের একাধিকবার গোষ্ঠী কোন্দল উঠে এসেছিল প্রকাশ্যে। অন্যদিকে তৃণমূলের জেলা সম্পাদক ভি. শিবদাসান দাসু বলেন, জিতেন্দ্র তিওয়ারি দল ছেড়ে দেওয়াতে তৃণমূল কংগ্রেসের কোনো প্রভাব পড়বে না।২০১৪ সালে বাবুল সুপ্রিয় কে জিতিয়েছে এই জিতেন্দ্র তিওয়ারি।এতদিন তৃণমূল দলে থেকে যে নোংরামি করেছে,সেই নোংরামি বিজেপিতে করে দেখাখ বাপের ব্যাটা হলে। তবে এই বিধানসভা নির্বাচনে তৃণমূল একাই লড়বে– এবং বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদকের। মঙ্গলবার জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায়। পাশাপাশি বুধবার সকালে আসানসোল শহরের বুকে একটি মিছিল করে,ব্যানারে লেখা ছিলো “আর নেই দরকার আসানসোলের পবিত্র মাটিতে এইরকম গদ্দার” পাশাপাশি জুতোর মালা পরিয়ে কুশপুত্তলিকা দাহ করা হয়। তবে বেজায় খুশি জিতেন্দ্র দল ছেড়ে দেওয়ায়। বিভিন্ন জায়গায় মিটিং মিছিল থেকে শুরু করে। জিতেন্দ্র তিওয়ারি র বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তৃণমূলের সর্মথকরা।অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দল এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের জিতেন্দ্র তিওয়ারি বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করতে দেখা বা শোনা যায়।

TAGS

সম্পর্কিত খবর