ভিডিও

বিয়ে বাড়ির সামনে থেকে স্কুটি নিয়ে চম্পট দিলে চোর:-

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি
সালানপুর:-

ফের চোরের তাণ্ডব শুরু হয়ে পড়েছে রূপনারায়ানপুরে।এবার জমজমাট বিয়ে বাড়ির সামনে থেকেই চুরি হলো স্কুটি গাড়ি(WB38AM7887)।তাছাড়া চুরির ছবিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।পুলিশ তদন্ত শুরু করেছে স্কুটি এবং চোরের।ঘটনা প্রসঙ্গে জানা যায় গতকাল রাতে আছড়া পঞ্চায়েতের উল্টো দিকে কল্যাণেশ্বরী ব্যাঙ্কোয়েট হলের বাইরে রূপনারায়ানপুরের এক ব্যক্তির বিয়ে বাড়ি ছিল।বিয়ে বাড়িতে কর্মরত ক্যাটারিং মালিকের সাদা রঙের স্কুটি গাড়ি হলের বাইরে দাঁড়িয়ে ছিল।সুযোগ বুঝে দুই যুবক এসে স্কুটি নিয়ে চম্পট দেয়।এক যুবকের মুখে বাদর টুপি পরা এবং অন্য জনের মুখ দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে।ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে।তবে বারবার চুরির ঘটনা হওয়ার ফলে আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা।

TAGS

সম্পর্কিত খবর