নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি আসানসোল:গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানা ও আসানসোল পুলিশ পোস্ট অতর্কিত হানা চালিয়ে আসানসোল পুলিশ লাইন স্থিত এক বেসরকারি হোটেল থেকে 5 জনকে আটক করে। ধৃত 5 জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে 5 জনের মধ্যে তিনজন নর্থ 24 পরগনার ও 2 জন আসানসোলের হিরাপুরের বাসিন্দা ধৃতদের তল্লাশি করে এক লাইলন ব্যাগ থেকে একটি তক্ষক উদ্ধার করে পুলিশ।জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে নর্থ 24 পরগনার ওই 3 জন আসানসোলে ওই তক্ষক বিক্রি করার উদ্দেশে আসে এবং হিরপুরের ধৃত দুজন ওই তক্ষক টি বিক্রি করার জন্য ক্রেতা ঠিক করেছিল। এই ঘটনায় পুলিশ মামলা রুজু করেছে।আগামীকাল ধৃতদের আসানসোল আদালতে তোলা হবে।এই মর্মে এক সাংবাদিক সম্মেলন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এ সি পি বিশ্বজিৎ নস্কর।ঘটনার বিষয় বনদফতরকে জানানো হয়েছে বলে জানান এ সি পি।