ভিডিও

পদ্মশ্রীতে ভূষিত দুখু মাঝি কে সম্মান জানালো স্বেচ্ছাসেবী সংস্থা

লিলটু বাউরি, আসানসোল

পদ্মশ্রীতে ভূষিত “দুখু মাঝি” গাছ দাদু নামে পরিচিত। সম্মান জানাতে পুরুলিয়ার বাগমুন্ডির প্রত্যন্ত গ্রামে উই কেয়ার গ্রুপ অফ ফাউন্ডেশন।

“গাছ লাগান প্রাণ বাঁচান” হ্যাঁ আমরা ছোটবেলা থেকে বই এ পড়ে আসছি। গাছ আমাদের অক্সিজেন দেয়। এছাড়া আমাদের ছায়া ও ফল ফুল দেয় এবং বাড়তি অক্সিজেন দেয়। বিভিন্ন জায়গা বা দেওয়ালে লেখা থাকে, হামেশাই দেখে যায়। এছাড়াও বিভিন্ন বিষয়ে গাছ নিয়ে সচেতনতা চালানো হয়।

সরকারি এবং বেসরকারি সংস্থা থেকে শুরু করে স্বেচ্ছাসেবীরা। তাই মানুষকে বাড়তি অক্সিজেন দেওয়ার জন্যে পুরুলিয়ার বাগমুন্ডি সিন্দ্রি গ্রামের এক বৃদ্ধ “গাছ দাদু” নামে পরিচিত “দুখু মাঝি” নিজেই ৫ হাজার টি গাছ লাগিয়েছে তাক লাগিয়েছে গাছ দাদু। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন।

তাই রবিবার পুরুলিয়ার বাগমুন্ডির প্রত্যন্ত সিন্দ্রি গ্রামে স্বেচ্ছাসেবী সংস্থা পৌঁছে যায় “দুখু মাঝি” কে সম্মান জানানোর জন্য। এদিন দামোদর উই কেয়ার গ্রুপ অফ ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরুলিয়া জেলার গর্ব ভারত সরকারের পদ্মশ্রীতে ভূষিত “দুখু মাঝি” অর্থাৎ গাছ দাদু কে সম্মান জানান, স্মারক দিয়ে। ১ ঝুড়ি ফল, ১টি সাল। শেষে ১টি সাল গাছের চারা তার হাতে তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত ; ১০ থেকে ১২ বছর ধরে ৫ হাজারেরও বেশি অক্সিজেন চাষ অর্থাৎ গাছ লাগিয়েছে, শুধু লাগানো নয় সেগুলিকে বড় করে তুলেছেন। তিনি বৃক্ষ জাতক। স্বেচ্ছাসেবী সংস্থা দামোদর উই কেয়ার গ্রুপ অফ ফাউন্ডেশনের সদস্যরা জানিয়েছেন, আজ সম্মান দিতে পেরে দামোদর উই কেয়ার গ্রুপ খুবই গর্বিত হয়েছেন। উনার রাস্তায় চলতে পারলে আমরা শিশুদের তবেই তো আগামীদিনে বাসযোগ্য করে তুলতে পারবো। এদিনের সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলন কর্মকার, জয়ন্ত গোস্বামী এবং সূর্য কান্ত মুর্মু।

TAGS

সম্পর্কিত খবর