ভিডিও

নামোকেশিয়া গ্রামে সু-স্বাস্থ্য কেন্দ্রের শিল্যানাস

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-

সালানপুর ব্লকে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নতুন আটটি সু-স্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠতে চলেছে।তার মধ্যে আজ প্রথমটির নির্মাণ শুরু হলো।সালানপুর ব্লকের উত্তরামপুর জিতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নামোকেশিয়া গ্রামে।কাজের আনুষ্ঠানিক শিলান্যাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশ পতি মন্ডল,সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র,পঞ্চায়েত প্রধান তাপস মন্ডল,উপপ্রধান সুরজিৎ মোদক,সমাজসেবী ভোলা সিং, অপর্ণা রায় সহ আরো অনেকে।এ প্রসঙ্গে আরমান বলেন খুব দ্রুত এই ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন বিধায়ক।এর ফলে দূর দূরান্তের মানুষকে পিঠাকিয়ারি হাসপাতালে যাওয়ার কষ্ট ভোগ করতে হবে না।

TAGS

সম্পর্কিত খবর