নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-
শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্মদিনকে সামনে রেখে সোমবার সালানপুর ব্লকের রূপনারায়নপুর গুরু নানক গুরুদুয়ারা সিং সেবা সমিতির পক্ষ থেকে ৫৫৪ তম প্রকাশ মহোৎসব ও নগর কীর্তনের আয়োজন করা হয়। একই সাথে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে সাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়।এদিন প্রায় ১৫০ জন দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।মূলত এদিন করা হয় ই.সি.জি, সি.বি.জি, ব্লাড প্রেসার , সুগার পরীক্ষা সহ ইত্যাদির আয়োজন করা হয়।এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে খুশি হয়েছেন এলাকার মানুষজন।তাছাড়া
গুরুদুয়ার সমিতির তরফে রূপনারায়ণপুর থেকে একটি শোভাযাত্রা বের করে শিখ ধর্মাবলম্বী মানুষেরা ।এই দিনে গুরুদ্বারা ফুল ও আলো দিয়ে সাজিয়ে তোলা হয়।তবে রূপনারায়ণপুর শিখ সমাজের তরফে এই দিনটিকে সামনে রেখেই সোমবার এই দিনটি পালন করা হয়।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল মেয়র বিধান উপাধ্যায় ও সালানপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি সহ আরো অনেকে।এদিনে সবার প্রথমে প্রার্থনা করা হয় এর পর লঙ্গর বা ভান্ডারা করা হয়। লঙ্গরের পর কথা ও কীর্তনের পাঠ জারী রাখা হয়।তাছাড়া রূপনারায়ণপুর গুরুদুয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। যা চিত্তরঞ্জন হয়ে মেহিজাম গুরুদুয়ারা গিয়ে শেষ হয়। শিখ ধর্মের এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সমাজসেবী ভোলা সিং,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, শিখ সমাজের সর্দার জগজিৎ সিং,হানী সিং সহ সমস্ত শিখ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।