নির্ভীক বাংলা 4 এপ্রিল 2024: অন্ডাল দক্ষিণ বাজারে অবস্থিত বেঙ্গল স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক ও সেক্রেটারি – মোস্তফা খান, হাতেম ও ইমরান এবং সকল সদস্যদের সফল প্রচেষ্টায় আজ ইফতার পার্টির সফল আয়োজন করা হয়। এসময় অন্ডালের সকল সম্মানিত ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় এ বছরও ইফতারের সকল উপকরন ও সুস্বাদু আইটেম পরিবেশন করা হয় যাতে উপস্থিত রোজাদারগণ শান্তি কামনা করেন। অনুষ্ঠানে দেখা গেছে গঙ্গা জামুনি সংস্কৃতি। এখানে মুসলিম সম্প্রদায়ের লোকজন সম্মিলিতভাবে বসে রোজা ইফতারে অংশ নেন। এ সময় ইমাম আমজাদ ও জামসাইদ সাহেব পবিত্র রমজান মাসের ওপর আলোকপাত করেন এবং ইবাদতকারীদের ধৈর্য ও খোদার বার্তা দেন। সকলের উচিৎ আসন্ন ঈদ উদযাপন। রোজার পাশাপাশি নামাজ ও তারাহবী পাঠের প্রতিও মনোযোগ দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ইরসাদ আহমেদ, মুনির শামী, আব্দুল সামাদ, নবাব সিদ্দিকী, আবেশ খান, রাজু, আরমান, আফসার, আভেজ, মেহতাব, আফতাব, ইমরান প্রমুখ।