ভিডিও

চিত্তরঞ্জন বাজারে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

:-

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি চিত্তরঞ্জন:-

বারাবনি বিধানসভার অন্তর্গত চিত্তরঞ্জন রেলশহরে বাজারে ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে তাদের সঙ্গে কথা বললেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।শুক্রবার চিত্তরঞ্জন রেল শহরের আমলাদহি মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা পাল ও ব্যবসায়ীরা তাকে বেশ কয়েক দফাদাবি নিয়ে স্মারকলিপি তার হাতে দিয়েছেন।সেই দাবিপত্র নিয়ে আগামী দিনে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক্সের জিএম এর সঙ্গে কথা বলবেন অগ্নিমিত্রা বলে জানিয়েছেন তিনি।মোট ছয়টি বাজারের বাজার কমিটি দাবি পত্র তুলে দিয়েছে অগ্নিমিত্রা পালের হাতে।দুটি বাজার কমিটি এখনো পর্যন্ত স্মারকলিপি দেয়নি।অগ্নিমিত্র পাল বলেন এখানকার বাজার অঞ্চলে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করছেন তাদের নানান সমস্যা রয়েছে।প্রথমত পাওয়ার অফ অ্যার্টনি সংক্রান্ত একটা সমস্যা রয়েছে। দ্বিতীয়ত প্রতিবছর ৭ শতাংশ হারে ভাড়া বাড়ানো হয়,সেই সমস্যা রয়েছে,এছাড়াও ব্যবসায়ী দের দাবি তাদের যদি আবাসন দেওয়া হোক কিংবা তাদের জন্য নুন্যতম একটা চিকিৎসার ব্যবস্থা করা হোক বা তাদের বাড়ির ছাত্র ছাত্রীরা যদি রেল স্কুলে পড়তে পারে সেই ব্যবস্থা করা হোক। এছাড়াও ব্যবসায়িক উন্নতির কারণে আরও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার কথা চাওয়া হয়েছে এই স্মারকলিপির মাধ্যমে।সেই সমস্ত বিষয় নিয়ে আগামীদিনে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জিএম এর সঙ্গে কথা বলবেন অগ্নিমিত্রা বলে জানিয়েছেন।

TAGS

সম্পর্কিত খবর