নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি বারাবনি:-
বরাবনি থানা ও কুলটি ট্রাফিক পুলিশের উদ্যোগে বুধবার সকালে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এইদিন বারাবনি ব্লক অফিস থেকে থানা পর্যন্ত স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে পদযাত্রা রেলি বের করা হয়।এই পথ যাত্রায় নেতৃত্বদেন হিরাপুর এসিপি ঈপ্সিতা দত্ত।সঙ্গে উপস্থিত ছিলেন বারাবনি ব্লকের বিডিও এসিপি ট্রাফিক, হিরাপুর সি.আই শিবনাথ পাল ও বারাবনি থানার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডল,কুলটি ট্রাফিক গার্ড আধিকারিক শুভেন্দু চ্যাটার্জী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।